IQNA

ভারতে দলিত-মুসলিম হত্যা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে: এসআইও

23:49 - August 31, 2017
3
সংবাদ: 2603725
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দলিত, মুসলিম ও পিছিয়ে পড়া মানুষদের হত্যার ঘটনা খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া (এসআইও)। গতকাল (বুধবার) কোলকাতায় এক সমাবেশে এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গণি ওই মন্তব্য করেন।
ভারতে দলিত-মুসলিম হত্যা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে: এসআইও
বার্তা সংস্থা ইকনা: ১৬-৩০ আগস্ট এসআইও গোটা দেশ জুড়ে ‘নিপীড়ন নয়, মর্যাদা চাই- হিংসার বিরুদ্ধে সোচ্চার হই’ শিরোনামে মানবীয় মর্যাদা প্রচারাভিযান চালায়। তারই অংশ হিসাবে গতকাল কোলকাতায় পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় ওসমান গণি বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে হাফিজুল শেখ ও আনোয়ার হোসেনকে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শুধু মুসলিম হওয়ার কারনেই আজ অনেকের ওপর আক্রমণ করা হচ্ছে।'

ওসমান গণি বলেন, ‘কখনো দেশপ্রেমের নামে আবার কখনো উগ্রজাতীয়তাবাদের নামে তাদের ঘৃণা-বিদ্বেষের শিকার হতে হচ্ছে। সেজন্য  অবিলম্বে গো-রক্ষার নামে গেরুয়া বাহিনীর তাণ্ডব রুখতে কেন্দ্রীয় সরকারকে নতুন আইন প্রণয়ন করতে হবে।’

এসআইও’র রাজ্য সম্পাদক ইমাম হোসেন রাজস্থানে গো-রক্ষদের গণপিটুনিতে নিহত পহেলু খানসহ বিভিন্নস্থানে গো-রক্ষকদের তাণ্ডবের কথা তুলে ধরে ‘দেশে ঘটে যাওয়া অনেক ঘটনায় মানবীয় মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে’ বলে মন্তব্য করেন।

এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য তত্ত্বাবধায়ক মুহাম্মদ নূরুদ্দিন শাহ বলেন, ‘মিয়ানমারে বাচ্চা শিশুরা আগুনে দগ্ধ হয়ে মরছে, খেতে পাচ্ছে না, কিন্তু কোনো প্রতিবেশী দেশ তাদের সাহায্যে এগিয়ে না আসার ফলে মানবীয় মর্যাদা লুণ্ঠিত হচ্ছে।’

মীযান পত্রিকার সম্পাদক, ডা. মসিহুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে অর্থ বরাদ্দ এমনভাবে কমিয়ে দিয়েছে যা আফ্রিকার গরিব দেশ গুলিকেও হার মানায়। তিনি শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে এসআইও’র কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবদুল ওদুদ, ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অনাবিল গুহ, এআইএসএফের যুগ্ম রাজ্য সম্পাদক সৈকত গিরি, পিএসইউ ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ  সাইফুল্লাহ, সমাজসেবী সুখনন্দন আহলুওয়ালিয়া ও মানিক সমাজদার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শাহনওয়াজ আলি রায়হান, মানবাধিকার সংগঠন এপিসিআর-এর রাজ্য কনভেনর আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পার্সটুডে
প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
rfiqfoyv
0
0
20
tiagumpb
0
0
20
afhwikgj
0
0
20
captcha