IQNA

শহীদ আয়াতুল্লাহ মুস্তাফা খোমেনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী: রাহবার

17:39 - October 22, 2017
সংবাদ: 2604129
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন শহীদ আয়াতুল্লাহ হাজ মুস্তাফা খোমেনি ছিলেন অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী।
ইমামের (রহ) সন্তান হিসেবে হাজ মুস্তফার মধ্যে কোনো গরিমা ছিল না: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ হাজ মুস্তাফা খোমেনি'র চল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মেলন আয়োজনকারীদের দেওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জ্ঞান, মেধা, শৌর্যবীর্য, সংগ্রামী মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর জ্ঞান, চিন্তা-চেতনা এবং উন্নত মানবিক গুণাবলির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো খুবই প্রয়োজনীয় বলেও সর্বোচ্চ নেতা মন্তব্য করেন।
১৯৬৩ খ্রিষ্টাব্দে ইমাম খোমেনি (রহ) কে গ্রেফতার করার বিপর্যয়কর সময়ে শহীদ হাজ মুস্তফা খোমেনি যে ভূমিকা পালন করেছিলেন তাকে বীরত্বপূর্ণ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সেই ক্রান্তিলগ্নে হযরত মাসুমা (সা)র মাজার প্রাঙ্গনে হাজ মুস্তফা খোমেনি উপস্থিত হতেন এবং তাঁর পাশে সমবেত জনতাকে তিনি যথাযথভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর শাহাদাতকেও গণজাগরণের ক্ষেত্র সৃষ্টিকারী বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
শহীদ মুস্তফা খোমেনি'র আত্মার পরিশুদ্ধি ও সাধারণ জীবনযাপনের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খোমেনি (রহ) এর মতো একজন মহান নেতা ও ব্যক্তিত্বের সন্তান হওয়ার পরও তাঁর মধ্যে কোনো গরিমা ছিল না।
iqna



captcha