IQNA

মালয়েশিয়ায় "আহিয়াহ আল-কুরআন" স্কুলে অগ্নিসংযোগ

21:27 - October 23, 2017
সংবাদ: 2604146
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সালাঙ্গুর প্রদেশের ল্যানচং শহরের "আহিয়াহ আল-কুরআন" স্কুলে অগ্নিসংযোগের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।
মালয়েশিয়ায়
বার্তা সংস্থা ইকনা: এই ঘটনাটি গতকাল (২২শে অক্টোবর) মাগরিবের নামাজের পর রাত ৭টার দিকে আহিয়াহ আল-কুরআন" স্কুলের হোস্টেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি।
স্কুলের ১৪ বছরের ছাত্র ফরহান মোজাফ্ফর বলেন: মাগরিবের নামাজের পর কুরআন তিলাওয়াত শুরু করি। এসকল এক ছাত্র হোস্টেলে প্রবেশ করে বুঝতে পারে যে আগুন ধরেছে। অতঃপর সে স্কুলের শিক্ষক ও অন্যান্য ছাত্রদের এই বিষয় সম্পর্কে অবগত করে।
তিনি বলেন: শিক্ষক আমাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেন এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।
"আহিয়াহ আল-কুরআন" স্কুলের সভাপতি খাইরুন নিয়ামত ডুল কাওয়ায়িদ এ ব্যাপারে বলেন: গতকাল এক ছাত্রের ব্যাগে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে গতকালের অগ্নিকাণ্ডের সংযোগ থাকতে পারে।
তিনি বলেন: শিক্ষার্থীরা একটি বালিশ ও পানি ঢেলে আগুন বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু তখন তারা ভালোভাবে আগুন নিভায়নি।
উল্লেখ্য, ১৩ই সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দারুল কুরআনে অগ্নিসংযোগের ফলে ১৩ থেকে ১৭ বছরের ২৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
iqna



captcha