IQNA

পাকিস্তানে "ইসলাম ও কুরআনের শৈলীতে জীবনব্যবস্থা ও পরিবার" কর্মশালায় অনুষ্ঠিত + ছবি

23:48 - January 21, 2018
সংবাদ: 2604852
আন্তর্জাতিক ডেস্ক: করাচীতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের পক্ষ থেকে "ইসলাম ও কুরআনের শৈলীতে জীবনব্যবস্থা ও পরিবার" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় পাকিস্তানের ৫০ জন নারী অংশগ্রহণ করেছেন।



বার্তা সংস্থা ইকনা: "ইসলাম ও কুরআনের শৈলীতে জীবনব্যবস্থা ও পরিবার" দ্বিতীয় কর্মশালাটি ইরানের কালচারাল সেন্টার এবং জামিয়াত আয-যাহরা মাদ্রাসার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় ইরানের কালচারাল সেন্টারের কর্মকর্তা মুহাম্মাদ রেজা বাকেরী, জামিয়াতুল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের করাচী শাখার অধ্যাপিকা মিসেস মাহী জাবিন ফাতেমা নাকাভী এবং এই শহরের ৫০ জন নারী অংশগ্রহণ করেছেন। মোট চারটি বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিষয়গুলো যথাক্রমে পারিবারিক শিক্ষা, বিভিন্ন শিক্ষণ পদ্ধতির প্রভাব, পরিবার শিক্ষার প্রশিক্ষণ এবং পরিবারের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার।
iqna

captcha