IQNA

গোনাহ না করলে ইমাম জামান আমাদের সাক্ষাতে আসবেন

13:03 - January 22, 2018
সংবাদ: 2604857
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) একটি হাদিসে সব থেকে ভাল আমলসমূহের কথা উল্লেখ করেছেন। যার উপর আমল করলে মানুষের জীবন সুখে শান্তিতে ভরে যাবে।

গোনাহ না করলে ইমাম জামান আমাদের সাক্ষাতে আসবেন

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা সর্বদা কিভাবে ভাল থাকা যায় সেই সম্পর্কে জানা ও বোঝার চেষ্টা করি এবং সেই ভাবে চলার চেষ্টা করি। কিন্তু ইসলামের এমন কিছু নির্দেশ রয়েছে যা পালন সরলে খুব সহজেই আমরা সুখে শান্তিতে থাকতে পারি।

হাদিসে বর্ণিত হয়েছে: كنز العمّال عن خالد بن الوليد: جاء رجلُ إلى رسولِ اللّه ِ صلى الله عليه و آله ، ... قالَ: أيّ حَسَنَةٍ أفضلُ عندَ اللّه ِ؟ قالَ : حُسنُ الخُلقِ و التّواضُعُ و الصّبرُ على البَلِيّةِ و الرِّضاءُ بالقَضاءِ . قالَ : أيُّ سَيّئةٍ أعظَمُ عِند اللّه ِ ؟ قالَ : سُوءُ الخُلقِ و الشُّحُّ المُطاعُ.

মহানবীর(সা.) কাছে প্রশ্ন করা হল আল্লাহর নিকট সব থেকে উত্তম ও ভাল কাজ কোনটি? মহানবী(সা.) বললেন: বিনয়, নমনীয়তা, সদাচার, শিষ্টাচার, বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ আমাদের যা দান করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। আবার প্রশ্ন করা হল আল্লাহর নিকট সব থেকে খারাপ কাজ কি? মহানবী(সা.) বললেন: জনগণের উপর রাষ্ট্রনায়কের খারাপ আচরণ এবং কৃপণতা।

captcha