IQNA

মিথ্যাচারের কারণে জীবন থেকে বরকত চলে যায়

1:45 - April 25, 2018
সংবাদ: 2605595
মিথ্যাচার চরম ও ভয়ানক পাপ। ইসলাম ধর্মে সর্বদা সত্যবাদী হতে এবং মিথ্যা পরিহারে সকলের প্রতি কড়া আদেশ দেয়া হয়েছে। যারা মিথ্যাচারে লিপ্ত তারা নিশ্চয় পরিণতিতে চরম অপমান ও অনুশোচনার শিকার হবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আয়াতুল্লাহ সাইয়েদ বাকের আলাভী তেহরানি বলেন: মানব জীবনে চারটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যদি একজন মানুষ এ চারটি বৈশিষ্ট্যকে ধারণ করে তবে আল্লাহ তার জীবনের সমস্ত ভুল-ত্রুটিকে ক্ষমা এবং তাকে সমাজে সম্মান ও মর্যাদার অধিকারী করবেন। সে চারটি বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা, লজ্জা, কৃতজ্ঞবোধ এবং সদাচারী।

তিনি পবিত্র কুরআনের আদেশাবলী নিজেদের জীবনে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন: আমিরুল মু’মিনিন আলী (আ.) নাহজুল বালাগার ১৪৭ নং খুতবাতে বলেছেন যে, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে মানুষকে সঠিক ও ন্যায়ের পথের দিকনির্দেশনা দান করেছেন। কোরআন হচ্ছে মানুষের কল্যাণ ও মঙ্গলকামী; কোরআন কখনও মানুষের অমঙ্গল চায় না। কোরআন মানুষকে হেদায়েত ও দিকনির্দেশনা দান করে; কোরআনে কখনো বিচ্যুতির পথ দেখানো হয় নি।

এ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মিথ্যা পরিহারের অপরিহার্যতার প্রতি ইশারা করে বলেন: মিথ্যা মানুষকে কেবল ধ্বংস ও অকল্যাণের দিকে ঠেলে দেয়। মিথ্যাবাদী মানুষ সমাজে কখনও সম্মানের অধিকারী হতে পারে না। বরং মিথ্যাবাদী লোককে সবাই ঘৃণার চোখে দেখে থাকে। এমনটি হাদিসের বর্ণনা অনুযায়ী মিথ্যাচারের কারণে মানুষের জীবন বরকত শূন্য হয়ে যায়। শাবিস্তান

captcha