IQNA

৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে বাংলাদেশী প্রতিনিধির সাফল্য অর্জন + ভিডিও

1:45 - April 25, 2018
সংবাদ: 2605598
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের মোসাল্লায় ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফল অনানুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার হেফজ বিভাগে বাংলাদেশী প্রতিনিধি এহসানুল্লাহ আবুল হাশেম তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: হেফজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হওয়ার পর শীর্ষ স্থানে উত্তীর্ণ তিন জনের নাম অনানুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
ফাইনালে উত্তীর্ণদের নাম জানার জন্য এখানে ক্লিক করুন
৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম যথাক্রমে:
ইরানের প্রতিনিধি মুস্তাফা ইসফাহানিয়ান
মিশরের প্রতিনিধি মুহাম্মাদ রাশেদ আব্দুস সামিয় আজিজ
বাংলাদেশের প্রতিনিধি এহসানুল্লাহ আবুল হাশেম
অবশ্য প্রতিযোগিতার বিচারক বোর্ডের পক্ষ থেকে ফলাফল ঘোষণার জন্য আমাদের অপেক্ষায় থাকবে হবে।
৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার গবেষণামূলক তিলাওয়াত বিভাগের চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের পর্বে বাংলাদেশের কৃতি সন্তান এহসানুল্লাহ আবুল হাশেমের তিলাওয়াতটি "ইকনা"র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna

 

captcha