IQNA

রিয়াদে ১১০০ বছরের প্রাচীন কুরআনের প্রদর্শনী + ছবি

11:57 - April 26, 2018
সংবাদ: 2605608
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে পবিত্র কুরআনের ১১০০ বছরের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: রিয়াদে "ভবিষ্যতের উন্নতি; গ্রন্থ" শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
কুফি বর্ণমালায় লিখিত তৃতীয় হিজরির অন্তর্গত এই পাণ্ডুলিপিটি কাচে বাক্সে রাখা হয়েছে।
পবিত্র কুরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি সূরা অলে ইমরান দিয়ে শুরু হয়েছে এবং এই পাণ্ডুলিপির সর্বশেষ সূরা হচ্ছে আবাস।
iqna

 

captcha