IQNA

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ক্বিরাত ও হেফজ বিভাগের ফলাফল প্রকাশ

12:27 - April 26, 2018
সংবাদ: 2605609
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ক্বিরাত ও হেফজ বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ক্বিরাত ও হেফজ বিভাগের ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে।

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রথম স্থানের অধিকারী হয়েছেন আফগানিস্তানের প্রতিনিধি আলী রেজা রেজায়ী এবং দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইরানের প্রতিনিধি সাইয়্যেদ মুস্তাফা হুসাইনি এবং লেবাননের প্রতিনিধি আব্বাস মুস্তাফা শিরী তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।

উল্লেখ্য, ইরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৮৪টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ২১শে এপ্রিলে শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় মোট ৩৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

iqna

 

 

captcha