IQNA

উত্তম জীবনের জন্য কুরআনের কাহিনী জানা অত্যন্ত প্রয়োজন

12:56 - April 26, 2018
সংবাদ: 2605612
পবিত্র কুরআনের কাহিনীর মধ্যে এমন সব শিক্ষা রয়েছে যা জানা আমাদের সঠিক ও সুন্দর জীবন-যাপনের জন্য অতীব জরুরী।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মোহসেন কারাতি বলেন, রমজান মাস খুবই নিকটে আর এই মাস হচ্ছে কুরআনের বসন্তের মাস সুতরাং আমাদেরকে এই মাসে কোরআনের সাথে অতি নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে।

তিনি বলেন: আমরা যদি কুরআনের সাথে সম্পর্ক ভাল করতে পারি তাহলে আমা যা চাইব তা কুরআন থেকেই পেতে পারব।

হুজ্জাতুল ইসলাম মোহসেন কারাতি বলেন, আলেমদের উচিত কুরআনকে অর্থ ও তাফসীরসহ পড়া, এই কুরআনে ২৬৮টি কাহিনী আছে যার প্রতিটির মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে।

তিনি বলেন: এটা আলেমদের দায়িত্ব যে তারা পবিত্র কুরআন থেকে তাদের আলোচনাকে মানুষের সামনে তুলে ধরবে। কেননা পবিত্র কুরআনের প্রতিটি কাহিনীর মধ্যে যে শিক্ষা রয়েছে তা মানুষের সঠিক ও সুন্দর জীবন-যাপনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পবিত্র কুরআনে সম্পদ ও সন্তানকে সৌন্দর্য হিসাবে বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে তাদেরকে মসজিদে নিয়ে যাও। সুতরাং সন্তানদেরকে মসজিদে নিয়ে যেতে হবে এবং সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। অর্থাৎ দান করতে হবে, সদকা দিতে হবে কল্যাণমূলক কাজ করতে হবে।

তিনি বলেন: কুরআনের সকল নির্দেশকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।

captcha