IQNA

ফিলিস্তিনিকে হত্যার পর বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

1:26 - April 27, 2018
সংবাদ: 2605618
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরে ইসরাইলি আগ্রাসন যেন কোনোভাবেই থামছে না। দিন দিন আরো বেশি হিংস্র হয়ে উঠেছে ইসরাইলের ঘাতকরা।



বার্তা সংস্থা ইকনা: মাস তিনেক আগে এক অবৈধ দখলদার ইসরাইলি নিহত হওয়ার ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের এক ফিলিস্তিনিকে হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

পশ্চিমতীরের কুনবা গ্রামে আহমেদ কুনবা নামের ওই ফিলিস্তিনির বাড়ি। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মঙ্গলবার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।-খবর এএফপির।

এ সময়ে ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গত জানুয়ারিতে নাবলুসের নিকটবর্তী একটি স্থানে ইহুদি যাজককে গুলি করে হত্যা করা হয়েছিল।

সেখানে ফিলিস্তিনিদের ভূমি দখল করে তৈরি ইহুদিদের অবৈধ বসতিতে থাকতেন ওই ধর্মযাজক।

এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে যাজক খুনের অভিযোগে আহমেদ কুনবাকে গ্রেফতার করে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনাবাহিনী।

কুনবার বাড়ি ধ্বংসের সময় সেখানে বিক্ষোভ দেখিয়েছেন ফিলিস্তিনিরা। বাড়িটি মাটিতে মিশিয়ে দেয়ার কারণে কুনবার পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে। আরটিএনএন

 

captcha