IQNA

লিবিয়ার নৌবাহিনীর সদস্যদের সাহায্য ১০৪ শরণার্থীর জীবন রক্ষা

23:53 - July 14, 2018
সংবাদ: 2606216
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার নৌবাহিনীর সদস্যরা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার হাত থেকে বিভিন্ন দেশের ১০৪ জন শরণার্থীকে উদ্ধার করেছে।

অপহরণ হওয়া ইসরাইলি বালকের অনুসন্ধানে সহায়তার প্রস্তাব ফিলিস্তিনের

বার্তা সংস্থা ইকনা: মিশর, মরক্কো, সুদান এবং তিউনিশিয়াসহ অন্যান্য দেশের ৯১ জন পুরুষ এবং ১৩ জন নারীকে ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে লিবিয়ার নৌবাহিনীর সদস্যরা। উদ্ধার করার পর শরণার্থীদের সেদেশের রাজধানী ত্রিপোলির পূর্বে অবস্থিত আল-খামস শহরে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসকল শরণার্থীগণ একটি রাবারের নৌকায় উঠে অবৈধভাবে ভূমধ্যসাগরে প্রবেশ করে। লিবিয়ার নৌবাহিনী অন্তর্গত কোস্টগার্ড প্যাট্রোল তাদেরকে সনাক্ত করে আল-খামস শহরে স্থানান্তর করে।
উল্লেখ্য, বর্তমানে লিবিয়ায় কোন শক্তিশালী সরকার না থাকার দরুন সেদেশটি ইউরোপের দেশগুলিতে আফ্রিকার অবৈধ অভিবাসীদের অতিক্রম করার একটি কেন্দ্রে পরিণত হয়েছে।
iqna

 

captcha