IQNA

ভারতের সহায়তায় আফগানিস্তানের দুইটি মাদ্রাসা পুনর্নির্মাণ

18:57 - December 13, 2018
সংবাদ: 2607530
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, ভারতের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে দুই মাদ্রাসা পুনর্নির্মাণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: হেরাত শহরের "বাবা জাঙ্গি আতা" মাদ্রাসা এবং "আমানী" মাদ্রাসা পুনর্নির্মাণের জন্য ভারত ৪ লাখ ৫০ হাজার ডলার অনুদান করেছে।
আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সরদার মোহাম্মদ রহিমী বলেছেন: আফগানিস্তানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানি, এবং বিদ্যুতসহ বিভিন্ন সেবামূলক কাজ সম্পন্ন করার জন্য ভারত আর্থিক সহায়তা করেছে। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়াও হেরাতের ডেপুটি গভর্নর মুনেসা হাসানজাদে বলেন: আফগানিস্তানে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ভারতের আর্থিক ও বিনিয়োগ সহায়তা অত্যন্ত প্রভাবশালী এবং গঠনমূলক সহায়তা।
তিনি ভারতকে বন্ধুত্বমূলক প্রতিবেশী দেশ বলে উল্লেখ করে বলেন: ভারত সর্বদা এদেশর অগ্রগতি ও শান্তি জন্য কাজ করেছে।
হেরাত প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান রুহুল্লাহ আজহাদ বলেন: হেরাত প্রদেশে মোট ১২০০টি স্কুল রয়েছে। এরমধ্যে ২৩৬টি স্কুল পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক স্থানে শিক্ষকরা তাঁবু অথবা উন্মুক্ত স্থানে ক্লাস নিচ্ছে।
উল্লেখ্য, এরপূর্বে ভারত আফগানিস্তানের বিভিন্ন অংশে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।
iqna

 

captcha