IQNA

তিউনিশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা

16:09 - December 14, 2018
সংবাদ: 2607536
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ১৩ই ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। তিউনিশিয়ার ধর্মমন্ত্রী আহমেদ আজমের তত্ত্বাবধানে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে। উত্তীর্ণদের নাম নীচে বর্ণনা করা হল:
হেফজ এবং তাফসির বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন তিউনিশিয়ার প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল ক্বাদের মায়রুফ, দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইব্রাহিম ইউসুফ আদম সালেহ হায়েয এবং তৃতীয় অধিকারী হয়েছেন মরিতানিয়ার প্রতিনিধি মুহাম্মাদ মুস্তাফা আল-মুজতাবা।
এছাড়াও ক্বিরাত ও তাজবিদ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন মরক্কোর প্রতিনিধি আব্দুল জলিল বুকোস্কি, দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন ইরানের প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন মৌওহেদী এবং তৃতীয় অধিকারী হয়েছেন তুরস্কের প্রতিনিধি লতফী তুরহান।
iqna

 

captcha