IQNA

কাজাখিস্তানে কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

5:11 - July 26, 2019
সংবাদ: 2608964
আন্তর্জাতিক ডেস্ক: কাজাখিস্তানের টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে “যুবক ক্বারি” শিরোনামে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “যুবক ক্বারি” কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি “দ্বীন মুহাম্মাদ কুনায়েভ” নামে প্রসিদ্ধ আলমাতি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।

কাজাখিস্তানের ডেপুটি মুফতি “আলাভ আদেল বায়েফ” উক্ত প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটি “আসিল আরনা”  চ্যানেলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনি অনুষ্ঠানে মুফতি আলাভ আদেল বায়েফ পবিত্র কুরআনের স্থান এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

তিনি সর্বশেষে যুবক ক্বারিদের সফলতা এবং আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

“যুবক ক্বারি” প্রতিযোগিতায় ৮ থেকে ১৩ বছরের যুবকগণ অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ এবং সকল অংশগ্রহণকারীকে পুরস্কার বিতরণ করা হয়।  iqna

 

 

captcha