IQNA

লিবিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় শতাধিক হাফেজের অংশগ্রহণ

0:02 - October 14, 2019
সংবাদ: 2609435
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার নালুত শহরে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় শতাধিক নারী ও পুরুষ হাফেজ অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লিবিয়ার নালুত শহরের এনডোমেন্টস এবং ইসলামিক অ্যাফেয়ার্স অফ অফিসের পক্ষ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীগণ “আল-রহমত” মসজিদে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

নালুত শহরের সকল কুরআনিক সেন্টারের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ১০০ অধিক নারী ও পুরুষ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতাটি পবিত্র কুরআনের শেষের ১৫ পারা, শেষের সাড়ে ৭ পারা, শেষের ৫ পারা এবং শেষের ৩ পারাসহ মোট ৯টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

লিবিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে নালুত। এই শহর ১৫ই ফেব্রুয়ারির বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দিনে মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। iqna

 

 

captcha