IQNA

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৬৬তম অধিবেশনে রুহানি:

আমেরিকা ইরানি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে

19:15 - October 16, 2019
সংবাদ: 2609446
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা নিতান্তই অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং এটি মানবতাবিরোধী অপরাধও বটে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেন, ইরানের কিছু খাদ্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর ওপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে; এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ। গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৬৬তম অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার প্রস্থান লজ্জাজনক বিষয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন হওয়ার পরও সমঝোতা লঙ্ঘনের কারণে সেটি আরো বেশি লজ্জা ও দুঃখজনক হয়ে উঠেছে। এ সমঝোতা লঙ্ঘনের অর্থ হচ্ছে আমেরিকা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন করে।

 

প্রেসিডেন্ট রুহানি বলেন, এটি আমেরিকার জন্য অনেক বেশি লজ্জার বিষয় হওয়া উচিত যে, তারা তাদের নিষেধাজ্ঞার তালিকা থেকে খাদ্য এবং ওষুধের মতো জিনিসও বাদ দিতে পারে নি। তবে এসবের মাধ্যমে তারা ইরানকে নতজানু করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। iqna

 

 

captcha