IQNA

এ বছর হজ পালনের জন্য শর্ত ঘোষণা করল সৌদি আরব

18:06 - June 12, 2021
সংবাদ: 2612950
তেহরান (ইকনা): এ বছরও শুধুমাত্র সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানকারী বিদেশি নাগরিকরা হজ পালন করতে পারবে।

করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। শনিবার দেশটির হজ পালন কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রক ঘোষণা করেছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। এছাড়াও তাদেরকে অবশ্যই দেশের টিকা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এই বিবৃতিতে বলা হয়েছে, ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন।

হজ ও ওমরাহ মন্ত্রক আরও জানিয়েছে যে, সৌদি সরকার সর্বদা হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে আসছে।

আগামী মধ্য জুলাইয়ে হজ শুরু হবে। বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়। iqna

captcha