IQNA

জুমার খুতবা চলাকালে হামলা থেকে কাবার ইমামকে রক্ষা করায় নিরাপত্তাকর্মীকে বিশেষ সম্মাননা

13:57 - June 14, 2021
সংবাদ: 2612957
তেহরান (ইকনা): সৌদির মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস কাবার নিরাপত্তাকর্মীকে বিশেষ সম্মাননা দিয়েছেন।

জুমার খুতবা চলাকালে শায়খ বান্দার বিন বালিলাহ-এর ওপর হামলা প্রতিহত করায় সার্জেন্ট মুহাম্মদ বিন আলি জাহরানিকে এ সম্মাননা দেওয়া হয়।

মসজিদুল হারামের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিতে দুঃসাহসী ভূমিকা পালন করায় নিরাপত্তাকর্মী মুহাম্মদ বিন আলি জাহরানি ব্যাপকভাবে প্রশংসিত হন। পবিত্র মসজিদুল হারামের মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করায় কাবার প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস নিরাপত্তাকর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সাউদ বিন নায়েফ নিজ অফিস কক্ষে নিরাপত্তাকর্মী আল জাহরানির তৎপর ভূমিকায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া কাবা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদেরও প্রশংসা করেন তিনি। এমটি নিউজ

captcha