IQNA

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রত্যাশায় জাতিসংঘের দূত 

17:09 - March 22, 2022
সংবাদ: 3471592
তেহরান (ইকনা): ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধির কার্যালয় বলছে, আসন্ন রমজান মাসে ইয়েমেনে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি তদন্ত করা হচ্ছে।
হ্যান্স গ্রুন্ডবার্গের কার্যালয় থেকে জানা গেছে, শনিবার মাস্কাটে আনসারুল্লাহর প্রধান আলোচক ও ওমানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই বৈঠকে সাম্প্রতিক জাতিসংঘের পরামর্শ এবং ইয়েমেনের ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। 
জাতিসংঘের দূত বলেন, বৈঠকে পবিত্র রমজান মাসে সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করা হয়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসনের ফলে বিশ্বের অন্যতম বিপর্যয়কর মানবিক সংকট তৈরি করেছে এবং জাতিসংঘের মতে, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ বা প্রায় ৩ কোটি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে এবং ১ কোটি ৩০ লাখের অধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। iqna
 
captcha