IQNA

আমিরাতে প্রথম মন্দির উদ্বোধনে ব্যয় ১ কোটি ৬০ লাখ ডলার

0:02 - October 05, 2022
সংবাদ: 3472584
তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতে ইহুদি উপাসনালয় খোলার পর এবার প্রথম বারের মতো হিন্দুদের মন্দির উদ্বোধন হতে যাচ্ছে। এক হাজার জনের ধারণক্ষমতা সম্পন্ন এই মন্দিরটি নির্মার করতে ৬ কোটি দিরহাম (১ কোটি ৬০ লাখ ডলার) ব্যয় হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপাসনার স্থান হিসেবে দুবাই আমিরাতের জাবাল আলী এলাকায় প্রথম হিন্দু মন্দিরটি শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ক্রমেই হয়ে উঠছে বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের চাইতে একটু আলাদা আরব আমিরাত। বিশেষ করে বাণিজ্য নিয়ে দেশটির উদার দৃষ্টিভঙ্গি বিশ্বদরবারে আলাদা করে পরিচিতি দিয়েছে। আবার পর্যটন কেন্দ্র হিসাবে দেশটির চাহিদা বাড়ছে প্রতিদিনই। সেই সঙ্গে বিনোদনেরও অন্যতম তীর্থস্থান মধ্যপ্রাচ্যের এ দেশ।
 
আমিরাতের সঙ্গে ভারতের রয়েছে গভীর বাণিজ্য সম্পর্ক। তাই ভারতের সঙ্গে সব সময়েই উষ্ণ বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলে আমিরাত। বন্ধুত্বের এই সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে আবুধাবিতে নির্মাণ হচ্ছে দেশটির প্রথম হিন্দু মন্দির। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও, আংশিকভাবে চালু হয়ে গেছে মন্দিরটি।
 
আসছে অক্টোবরে জমকালো উদ্বোধন করার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরইমধ্যে দেখে এসেছেন আবুধাবির মন্দিরটি। এটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে না কোনও লোহা। বেলেপাথর দিয়ে নির্মিত হচ্ছে আবুধাবির এই মন্দিরটি। মন্দিরটি তৈরিতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
আবুধাবির জাবাল আলি গ্রামে তৈরি হয়েছে এই মন্দির। তবে শুধু এই হিন্দু মন্দির নয়, এর আগেও জাবাল গ্রামে তৈরি হয়েছে বহু গির্জা। বর্তমানে প্রায় ১৪ জন পুরোহিত যুক্ত আছেন ওই মন্দিরের সঙ্গে। সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরের কার্যক্রম চালু রয়েছে।
দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিক নবনির্মিত এই হিন্দু মন্দিরের কাছে বসবাস করে এবং ২,৩০০-বর্গমিটার মন্দির পরিদর্শনের জন্য তাদের পরিবহনের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
মন্দিরের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য রাজু শ্রফ, যিনি একটি টেক্সটাইল কোম্পানি চালান, বলেছেন তার বাবা পাঁচ দশক ধরে দুবাইতে একটি হিন্দু মন্দির খোলার স্বপ্ন দেখেছেন।
ভারতীয়রা সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম প্রবাসী সম্প্রদায় এবং ১০ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ জনসংখ্যাই ভারতের অধিবাসী।
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মতে, বিভিন্ন অঞ্চলে মুসলিম বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনমূলক পদক্ষেপগুলির মধ্যে একটি হল হিন্দু মন্দির খোলা। 4089797

 

captcha