IQNA

সর্বোচ্চ নেতা

প্রমাণ হয়েছে আমেরিকাকেও ঘায়েল করা সম্ভব;

16:04 - November 02, 2022
সংবাদ: 3472751
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, কেউ কেউ ভাবতেন আমেরিকা এমন এক শক্তি যা ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আসলে আমেরিকাকে ঘায়েল করা সম্ভব। আমেরিকাকেও যে ঘায়েল করা সম্ভব তা ১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানিরা প্রমাণ করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ৪ নভেম্বরকে ঐতিহাসিক এবং অভিজ্ঞতা অর্জনের দিবস হিসেবে উল্লেখ করে বলেন, এই দিবসে ইরানিরা যখন সমাবেশের আয়োজন করে ঐক্য প্রদর্শন করে তখন আমেরিকা ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়। কারণ এই দিবসে তাদের শয়তানি তৎপরতা যেমন সুস্পষ্ট হয়েছিল তেমনি তাদের দুর্বলতা ফুটে উঠেছিল। পার্সটুডে
 
আগামী ৪ নভেম্বর জাতীয় ছাত্র দিবস এবং সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে সামনে রেখে আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে স্কুল-কলেজের একদল ছাত্র-ছাত্রী দেখা করেছেন। এসব ছাত্র-ছাত্রীর উদ্দেশে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।
 
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ১৩ অবন মোতাবেক ৪ নভেম্বর হচ্ছে ঐতিহাসিক দিবস। এই দিবসের ঘটনাবলী থেকে শিক্ষা নিতে হবে।
 
আমেরিকা ইরানিদের প্রতি সহানুভূতিশীল বলে দাবি করা হয় সেটাকে নির্লজ্জ মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, গত কয়েক সপ্তাহের হাইব্রিড যুদ্ধে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, কিছু ধূর্ত ইউরোপীয় শক্তি এবং কিছু গোষ্ঠী ইরানি জাতির ক্ষতি করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু ইরানি জাতি ঐ অনিষ্টকারীদের ব্যর্থ করে দিয়েছে।
 
ইরানের বিরুদ্ধে আমেরিকার নানা অপকর্মের উদাহরণ তুলে ধরে ওয়াশিংটনের উদ্দেশে সর্বোচ্চ নেতা বলেন, 'ইরানের পরমাণু বিজ্ঞানীদের খুনিদের অর্থাৎ ইহুদিবাদীদের প্রতি আপনারা সমর্থন ঘোষণা করেছেন এবং আমেরিকা ও অন্যান্য দেশে ইরানি জনগণের অর্থ আটকে রেখেছেন। এর মাধ্যমে সমস্যা সমাধানে ঐ অর্থ-কড়ি ব্যবহারের সুযোগ থেকে ইরানি জাতিকে বঞ্চিত করা হয়েছে'।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকার উদ্দেশে আরও বলেন, 'ইরান বিরোধী বেশিরভাগ ঘটনাতেই আপনাদের উপস্থিতি স্পষ্ট। এরপরও আপনারা চরম নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন এবং বলছেন ইরানি জাতির প্রতি আপনারা সহানুভূতিশীল। অবশ্য ইরানি জাতি এসব ষড়যন্ত্রের বেশিরভাগই নস্যাৎ করতে সক্ষম হয়েছে'। 4096407
captcha