IQNA

আদম (আ.) পৃথিবীর যে স্থানে অবতরণ করেন

0:01 - January 07, 2023
1
সংবাদ: 3473126
তেহরান (ইকনা): পবিত্র কোরআন ও হাদিসে আদম (আ.) ও হাওয়া (আ.)-এর সৃষ্টির কথা বর্ণিত হয়েছে। শয়তানের কুমন্ত্রণায় ভুলের কারণে তাঁদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁরা কোথায় অবতরণ করেছিলেন তা নিয়ে কোরআন ও হাদিসে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই।
তবে সুরা বাকারার ৩৬ নম্বর আয়াতে উল্লিখিত ‘আমি বললাম তোমরা নেমে যাও’ অংশের ব্যাখ্যায় তাফসির ও ইসলামের ইতিহাসের গ্রন্থে বিভিন্ন অভিমত পাওয়া যায়। আদম (আ.)-এর অবতরণস্থল হিসেবে তাফসিরবিদদের একাধিক মতের মধ্যে মক্কার সাফা পর্বতের পাশাপাশি ভারতবর্ষের সরন্দীপের (বর্তমান শ্রীলঙ্কা) নাম উল্লেখযোগ্য। 
 
ব্রিটেনিকার তথ্য অনুসারে, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাত হাজার ৫৫৯ ফুট উচ্চতার এডাম’স পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় ৬৭ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায়। এর পাদদেশে রয়েছে ভারতের তামিলনাড়ু পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ একটি সেতু। নানা কারণে মুসলিম ও খ্রিস্টান ছাড়াও  হিন্দু ও বৌদ্ধদের কাছেও স্থানগুলো সম্মানিত।,
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
A.T.M ATAUR RAHMAN RANJU
0
0
THANKS
captcha