IQNA

ভালো কাজ এমনকি অল্প হলেও তা আঞ্জাম দেওয়া অব্যাহত রাখার গুরুত্ব সংক্রান্ত একটি হাদীস

10:55 - February 03, 2023
সংবাদ: 3473279
তেহরান (ইকনা): আমাদের উচিত যে কোন ভালো উপকারী কাজ এমনকি তা স্বল্প হলেও অব্যাহত ভাবে আঞ্জাম দেয়া। অব্যাহত ভাবে আঞ্জাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ । আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে তার উচিত ভালো কাজ অব্যাহত ভাবে আঞ্জাম দেয়া। মানুষ কি আল্লাহ পাকের কাছে প্রিয় হতে চায় না ?! অবশ্যই চায় । অতএব ভালো কাজ অব্যাহত ভাবে আঞ্জাম দেওয়ার ব্যাপারে গাফেল (অমনোযোগী) হওয়া একান্ত অনুচিত।

عن أبي جعفر ( الإمام الباقر ) - علیه السلام - قال : مَا مِنْ شَيْءٍ أَحَبَّ إِلَی اللّٰهِ عَزَّ وَ جَلَّ مِنْ عَمَلٍِ یُدَاوَمُ عَلَیْهِ وَ إِنْ قَلَّ .

امام باقر ( ع ) : چیزی پیش خدای عزّ و جلّ دوست داشتنی تر از عملی که ادامه داشته باشد نیست اگرچه اندک باشد .

হযরত আবু জাফার ইমাম বাক্বির ( আ ) বলেন : মহান আল্লাহ তায়ালার কাছে কোনো আমলই অধিক পছন্দনীয় ও প্রিয় নয় ঐ আমলের চেয়ে যা আঞ্জাম দেওয়া অব্যাহত থাকে এমনকি তা স্বল্প ( কম ) হলেও।

সূত্র : আল - কাফী , খ : ২ , পৃ : ৮২ , কিতাবুল কুফর ওয়াল ঈমান , বাব ইস্তিওয়াইল আমাল ওয়াল মুদাওয়ামাহ্ আলাইহি ।

 

সংক্ষিপ্ত ব্যাখ্যা :

 

এ হাদীস মোতাবেক  যে কোন ভালো কাজ এমনকি তা স্বল্প হলেও যদি তা সর্বদা আঞ্জাম দেওয়া অব্যাহত থাকে তাহলে মহান আল্লাহ পাকের কাছে ঐ কাজের চেয়ে আর কোনো কাজ অধিক পছন্দনীয় ও প্রিয় বলে গণ্য ও বিবেচিত হবে না।

আমাদের উচিত যে কোন ভালো উপকারী কাজ এমনকি তা স্বল্প হলেও অব্যাহত ভাবে আঞ্জাম দেয়া। অব্যাহত ভাবে আঞ্জাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ । আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে তার উচিত ভালো কাজ অব্যাহত ভাবে আঞ্জাম দেয়া। মানুষ কি আল্লাহ পাকের কাছে প্রিয় হতে চায় না ?! অবশ্যই চায় । অতএব ভালো কাজ অব্যাহত ভাবে আঞ্জাম দেওয়ার ব্যাপারে গাফেল (অমনোযোগী) হওয়া একান্ত অনুচিত।

অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha