IQNA

উত্তাল অবস্থায় পাকিস্তান সফর বাতিল করল সৌদি পররাষ্ট্রমন্ত্রী

10:45 - January 05, 2016
সংবাদ: 2600047
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে অন্যান্য দেশের মত পাকিস্তান জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছে সেদেশের ইসলাম প্রিয় মুসলমানেরা। পাকিস্তানে এ উত্তাল অবস্থার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সেদেশে সফর করবে না বলে জানিয়েছে।

সংস্থা ইকনা: সৌদি শাসক কর্তৃক সেদেশের জনপ্রিয় ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে পাকিস্তানের জনগণ বিক্ষোভের সমাগম করেছে। আর এ উত্তাল অবস্থায় গতকাল (৪র্থ জানুয়ারি) পাকিস্তান সফর বাতিল করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আ-জুবায়ের

মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ঘোষিত ৩৪ জাতির সামরিক জোটের বিষয়ে আলোচনার জন্য এ সফর করতে চেয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তবে এ জোটের প্রতিবাদে পাকিস্তানের‍ জনগণ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে জানিয়েছে তারা এ জোটে অংশগ্রহণ করবে না।

বলাবাহুল্য, সৌদি সরকার সন্ত্রাসবাদের অভিযোগে ২য় ডিসেম্বর সেদেশের প্রসিদ্ধ আলেম আয়াতুল্লাহ শেখ নিমর সহ ৪৬ জন মুসলমানেরা মৃত্যুদণ্ড কার্যকর কর।

3464251iqna.ir/fa/news/3464489আর এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা প্রতিবাদের সমাগম করেন।

iqna.ir/fa/news/3464251

captcha