IQNA

কানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবি

18:45 - April 07, 2016
সংবাদ: 2600572
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্তো প্রদেশের এডমন্টন শহরে সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের অত্যন্ত প্রভাবশালী শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আস-সিস্তানির ইউরোপিয়ান প্রতিনিধি উপস্থিত ছিলেন।


বার্তা সংস্থা ইকনা: সাংস্কৃতিক কেন্দ্র আল হুদার উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের সবচেয়ে প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানির ইউরোপিয়ান প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মুর্তজা কাশ্মীরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আলবার্তো প্রদেশের সরকারী কর্মকর্তা এবং এডমন্টন শহরে মেয়র সহ সেদেশের মুসলমানেরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক কেন্দ্র আল হুদাউদ্বোধনের পাশাপাশি নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে আহলে বায়েতের (আ.) শানে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুর্তজা কাশ্মীরী বক্তৃতা পেশ করেন।

iqna

কানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবি কানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবিকানাডায় উদ্বোধন হল সাংস্কৃতিক কেন্দ্র ‘আল হুদা’ + ছবি

captcha