IQNA

দায়েশ মুক্ত হলো ইরাকের আনবার প্রদেশের আরো ৪ এলাকা

23:27 - May 05, 2016
সংবাদ: 2600727
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সেনাবাহিনী ও জনপ্রিয় পুপলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আরো চারটি এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করেছে। আনবার প্রদেশের গোলযোগপূর্ণ ফালুজা নগরীর চারটি এলাকা মুক্ত করা হয়েছে বলে আরবিভাষী নিউজ ওয়েবসাইট আস-সুমারিয়া জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: খবরে বলা হয়েছে, ইরাকি বাহিনীর অভিযানে বিমান বাহিনী ও গোলন্দাজ ইউনিট সহায়তা করেছে। যুদ্ধে অন্তত ১০০ দায়েশ নিহত হয়েছে। এ ছাড়া, আটটি বোমাবাহী গাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে বলে আনবারে চলমান অভিযানের প্রধান কমান্ডার জানিয়েছেন।

দায়েশ সদস্যরা নিজেদের পরিবারের সদস্যদের নগরীর দক্ষিণাঞ্চল থেকে কেন্দ্রের দিকে সরিয়ে নিলেও নিরীহ ইরাকিদের সরে যেতে দেয় নি বরং যুদ্ধে তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ফালজুার চারটি অঞ্চল মুক্ত হওয়ার মধ্য দিয়ে দায়েশের জন্য আরেক দফা বিপর্যয় ঘটল।

এদিকে, সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের অধিকৃত নগরীর দক্ষিণাঞ্চল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে ইরাকি বাহিনী। অবশ্য ফালুজায় এখনো দায়েশের নিয়ন্ত্রণ বজায় থাকলেও ইরাকি সরকারপন্থি বাহিনী নগরীটি পুরোপুরি অবরোধ করে রেখেছে। সূত্র: আইআরআইবি#

ট্যাগ্সসমূহ: ইরাকে ، দায়েশের
captcha