IQNA

বুরকিনি’র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে রাজি নয় ফরাসি মেয়ররা

9:39 - August 29, 2016
সংবাদ: 2601477
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল শহরের মেয়রগণ সেদেশের সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে আপত্তি জানিয়ে বুরকিনি নিষেধাজ্ঞা বহল রাখার জন্য আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নিস শহরে মেয়র ঘোষণা করেছে, যে সকল নারীরা বুরকিনি বা পুরো-শরীর-ঢাকা সাঁতারের পোশাক পরবে তাদেরকে অর্থদণ্ড করা হবে।

ফুঝু শহরের মেয়র বলেন, ইসলামী সাঁতারের পোশাকের (বুরকিনি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আদালতের রায়ের ফলে তার সিদ্ধান্তে কোন প্রকার প্রভাব ফেলবে না।

সিসকো শহরের মেয়রও ঘোষণা করেছে, উত্তর আফ্রিকা ও স্থানীয়দের মধ্যে বিরোধের কারণ বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং শহরের জনগণের নিরাপত্তার জন্য এই নিষেধাজ্ঞা বহল থাকবে।

অথচ ২৬ আগস্ট ফ্রান্সের ভিলিনিয়াভ লাবেট' শহরের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে বুরকিনি নিষেধাজ্ঞার বিষয়টি আইনসংগত নয়। পোশাকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্মীয় মত প্রকাশের ব্যাপারে ফ্রান্সের সংবিধান দেশটির নাগরিকদের যে অধিকার দিয়েছে এ নিষেধাজ্ঞার ফলে তা লঙ্ঘিত হয়েছে এবং আদালতের রায়ে আরও বলা হয়েছে, বুরকিনি বা পুরো-শরীর-ঢাকা সাঁতারের পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও এখনও সেদেশের অপর ৩০টি সমুদ্র সৈকতবর্তী এলাকায় বুরকিনি ওপর নিষেধাজ্ঞা বহল রয়েছে।

iqna


captcha