IQNA

আল-আকসা মসজিদের নিকটে ইসরাইলের নতুন সুড়ঙ্গ

18:49 - December 29, 2016
সংবাদ: 2602254
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদের 'বাবুল মাগারিবে'র দক্ষিণ দেয়াল এবং স্লোয়ান শহরের ওয়াদায়ে হালু এলাকার মধ্যে সুড়ঙ্গের মাধ্যমে সংযোগ স্থাপন করেছে। নতুন এই সুড়ঙ্গটি ইসরাইলের সংস্কৃতি মন্ত্রী উদ্বোধন করেছে।

বার্তা সংস্থা ইকনা: এক বিবৃতিতে কুদস আল-আরাবি পত্রিকা লিখেছে, ইসরায়েলি পরিকল্পনা অব্যাহত রেখে (জেরুজালেমকে ইহুদিকরণ করতে) ২৭শে ডিসেম্বর ইসরাইলের সংস্কৃতি মন্ত্রী 'মেরি রিগিফ' নতুন এই সুড়ঙ্গটি উদ্বোধন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইহুদিরা এই সুড়ঙ্গটির কাজ দুই বছর পূর্বে শুরু করেছিল।

সুড়ঙ্গটির ফলে মসজিদুল আকসা এবং জেরুজালেমের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এমনটি এরফলে অনেকে নিজ গৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

আল-আকসা মসজিদের ইন্সটিটিউট পূর্বে ঘোষণা করেছে, ইহুদিদের এই সুরঙ্গ খোঁড়ার মুল উদ্দেশ্য হচ্ছে, জেরুজালেমকে ইহুদিকরণ করা এবং ইসলামী নিদর্শন ও ফিলিস্তিনির ঐতিহাসিক সম্পদ ধ্বংস করা।

এই ইন্সটিটিউটটি আরও ঘোষণা করেছে, ইহুদীরা এই সুড়ঙ্গ খোঁড়ার মাধ্যমে ফিলিস্তিনির জমি ও ঘর-বাড়ী জোর করে দখল করেছে। এছাড়াও আল-আকসা মসজিদের ভিত্তি এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে।

নতুন বছর আগমনেও দখলদার ইহুদিরা মসজিদের অবমাননা করছে। চরমপন্থি ইহুদিবাদীর বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রুপ এই বিবৃতিতে সকল ইহুদির নিকট আহ্বান জানিয়েছে, ইহুদিদের উৎসব অনুষ্ঠান 'হানুক্কাহ'য় অংশগ্রহণের জন্য সকলে জন্য এই মসজিদে একসাথে প্রবেশ করে।

iqna


captcha