IQNA

কায়রোর গীর্জায় বোমা হামলার প্রধান আসামী আটক

21:04 - January 05, 2017
সংবাদ: 2602298
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, মিসরের রাজধানী কায়রোর গীর্জায় বোমা বিস্ফোরণ মামলার প্রধান আসামীদের একজন সে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহ জনক ঐ ব্যক্তির নাম আহমাদ আব্দুল আল। এ মামলার অপর আসামী মুহাব আস-সাইয়্যেদ কাসেম এখনো পলাতক রয়েছে।

এদিকে, আরও ৩ আসামীকে আটকের তথ্য প্রকাশ করে মিসরের ঐ মন্ত্রণালয় জানিয়েছে, ঐ ৩ ব্যক্তি একত্রে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছিল এবং মিসরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তারা।

আটককৃত ঐ ব্যক্তিদের কাছ থেকে ৩ প্যাকেট বিস্ফোরক দ্রব্যসহ কয়েকটি অস্ত্র ও উল্লেখযোগ্য সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে কায়রোতে অবস্থিত খ্রিষ্টানদের ঐ গীর্জাতে চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) এ হামলার দায় স্বীকার করেছিল।#3559892


captcha