IQNA

সিরিয়ার মসজিদে বোমা হামলার কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

19:20 - May 05, 2017
সংবাদ: 2603024
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালের মার্চ মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি মসজিদকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে যে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি ধর্মীয় কমপ্লেক্স ভবনের একটি অংশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের কথা স্বীকার করেছে মার্কিন সৈন্যরা।

ঐ সূত্র জানিয়েছে, কমপ্লেক্সটি ছিল স্কুল ও হাসপাতালের ভবনের মত দেখতে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-জিনাহ গ্রামের মসজিদে গত ১৬ মার্চ ২০১৭ তারিখে চালানো হামলায় ৪২ জন প্রাণ হারায়। কিন্তু ঐ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মসজিদকে লক্ষ্য করে চালানো হামলার অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছিল যে, তারা পার্শ্ববর্তী ভাবনে আল-কায়েদার অবস্থানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছিল।#3596291


captcha