IQNA

বেলজিয়ামে ইসলামি শরিয়ত মোতাবেক পশু জবেহ নিষিদ্ধ

9:26 - May 09, 2017
সংবাদ: 2603056
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের ওয়ালুন অঞ্চলের সংসদে পরিবেশ রক্ষা কমিটি পশুদের অজ্ঞান না করে জবেহ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আইন অনুযায়ী সেদেশে হালাল মাংস সরবরাহ করা সম্ভব হবে না।
বেলজিয়ামে ইসলামি শরিয়ত মোতাবেক পশু জবেহ নিষিদ্ধ

বার্তা সংস্থা ইকনা: পশু জবাইয়ের নিয়ম ইসলাম ও ইহুদি ধর্মে প্রায় এক ধরনের। মুসলমানেরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে। ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে।
ইসলামী ও ইহুদি পদ্ধতিতে পশু জবেহ বেলজিয়ামের কিছু অংশে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ওয়ালুন পরিবেশ সংসদ কমিটি ইসলামী ও ইহুদি পন্থায় পশু জবেহ নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে এবং এই সিদ্ধান্ত ২০১৯ সালের প্রথম সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হবে।
ইসলাম ও ইহুদীধর্মের বিধান অনুযায়ী গবাদি পশু জবাই করার জন্য, একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং তাতে পশুকে পানি পান করেয় আল্লাহর নাম নেয়ার পর দ্রুত গলা কাটতে হবে ও রক্ত নির্গত হতে হবে।
পশু অধিকার কর্মীরা এ বিষয়ে একমত না। তারা বলছে পশুদের জবেহ করার আগে তাদেরকে বেহুশ করে নিতে হবে। বেলজিয়ামের " ওয়ালুন"এ সংসদে অনুরূপ একটি বিল প্রস্তাব করা হয়েছে।
ইউরোপ ইহুদি কংগ্রেস এই সিদ্ধান্তের নিন্দা করে তা "লজ্জাজনক" হিসাবে উল্লেখ করা হয়েছে।
বেলজিয়াম মুসলিম সম্প্রদায় জানিয়েছে, পূর্বেই আমাদের ধর্মীয় কাউন্সিল এই সিদ্ধান্তের বিরোধী ঘোষণা এবং তাতে কোন পরিবর্তন হবে না।
iqna



captcha