IQNA

আর্বিলে প্রথম ইসলামি পোশাক প্রদর্শনী

23:53 - May 29, 2017
সংবাদ: 2603173
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ইরাকের কুর্দিস্তান প্রদেশের 'আর্বিল' শহরে ২৬শে মে নারীদের জন্য প্রথম ইসলামি পোশাক প্রদর্শনী শুরু হয়েছে।
আর্বিলে প্রথম ইসলামি পোশাক প্রদর্শনী

বার্তা সংস্থা ইকনা: প্রদর্শনীর আয়োজক কমিটি বলেছে, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে, কুর্দিস্তানী হিজাবী নারীদের পোশাকের মডেল ও রং নির্বাচনে ক্ষেত্রে দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করা।
ইসলামী পোশাক প্রদর্শনীর আয়োজক কমিটির দায়িত্ব পালন করেছে "গুলি ইয়রিযা" কোম্পানি। এই কোম্পানি ২০১৩ সালে আর্দেবিলে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী পোশাক নির্মাণ এবং মহিলা কর্মীদের অগ্রাধিকার ও সেবা প্রদানের জন্য এই কোম্পানি বিশেষ খ্যাতি অর্জন করেছে।
গুলি ইয়রিযা" কোম্পানি নারীদের সকল ধরনের ইসলামী পোশাক বিশেষ করে স্কার্ফ, মানতু ও বিয়ের পোশাক সহ অন্যান্য ধর্মীয় পোশাক নির্মাণ করে।
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি প্রদেশের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই প্রদেশে প্রায় ৫০ লাখ অধিবাসী জীবন যাপন করে।
iqna




captcha