IQNA

পরলোক গমন করলেন আলেপ্পোর প্রসিদ্ধ ক্বারি

20:12 - November 04, 2017
সংবাদ: 2604244
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরের প্রসিদ্ধ ক্বারি এবং হাফেজ শাইখ আব্দুল গনি কাম্বারী ৯২ বছর বয়েসে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
পরলোক গমন করলেন আলেপ্পোর প্রসিদ্ধ ক্বারি

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার আলেপ্পো শহরের প্রসিদ্ধ ক্বারি এবং হাফেজ শাইখ আব্দুল গনি কাম্বারী ২৯শে অক্টোবর রবিবার ইন্তেকাল করেছেন।

তিনি ১৯২৫ সালে সিরিয়ার আলেপ্পোয় জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে তথা তার ১১ বছর বয়সে আলেপ্পার 'দারুল হিফাজা'য় শাইখ আহমাদ মিসরি'র নিকট কুরআন তিলাওয়াত শেখেন।

এরপর তিনি খাসরুফিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে সায়িদ আদলাভী, আহমাদ কোরদী, মোহম্মাদ সালক্বিনী এবং শাইখ আব্দুল্লাহ সিরাজুদ্দীনের নিকট শিক্ষা অর্জন করেন।

শাইখ আব্দুল গনি কাম্বারী দশ পন্থায় কুরআন তিলাওয়াতের অনুমোদন গ্রহণ করেছিলেন। আলেপ্পোর অনেক মসজিদে খতিব এবং পেশ ইমাম হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন।

সিরিয়ার প্রসিদ্ধ এই ক্বারি "আত-তাবিয়ান ফি বায়ন মা এশ্তেবাহ আলা হাফাজা আল-কুরআন" নামক একটি গ্রন্থ রচনা করেছেন।

iqna


captcha