IQNA

মালয়েশিয়ায় ফিলিস্তিনি হাফেজ নিহত

22:40 - April 21, 2018
সংবাদ: 2605570
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে মালয়েশিয়ায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হত্যা করেছে।



বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উত্তর গুম্বাক শহরে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শ জীবন যাপন করতেন। তিন সন্তানের পিতা ফাদি মুহাম্মাদ আল-বাত্শকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
আজ (২১শে এপ্রিল) সকালে ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি হাফেজ ও প্রভাষক ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছে। রাজধানী কুয়ালালামপুরে নিজ বাড়ির সামনে মোটর সাইকেল আরোহীরা ফাদি মুহাম্মাদের ওপর গুলি চালায়।
মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন প্রভাষকের হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ জড়িত বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।
কুয়ালালামপুর পুলিশের প্রধান মাজলান লাজিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা বলছে, সন্ত্রাসীরা প্রভাষককে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায় যার মধ্যে চারটি তার মাথায় ও দেহে লাগে। এরফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, প্রভাষক ফাদি মুহাম্মাদের আসার জন্য সন্ত্রাসীরা ঘটনাস্থলে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছে। ফাদি মুহাম্মাদ ফজরের নামাজ জামায়াতে পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়িরে বাইরে বের হলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন।
iqna

 

captcha