IQNA

ইসলাম অবমাননার অভিযোগ অস্বীকার খ্রিস্টধর্ম গ্রহণকারী নারী সিনেটরের

17:06 - May 04, 2018
সংবাদ: 2605685
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আদামাওয়া রাজ্যের একমাত্র নারী সিনেটর বিন্টা মাসির বিরুদ্ধে ইসলাম ও মুসলিম বিদ্বেষী আচরণের অভিযোগ ওঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইসলাম থেকে খ্রিস্টধর্ম গ্রহণকারী এই নারী।

 
বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার তার নিজ ওয়ার্ড জিগালাম্বুতে এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক তাকে উগ্র ধর্মান্ধ হিসেবে চিত্রিত করার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

মাসি দাবি করেন, তার রাজনৈতিক বিরোধীরা তার ৫০তম জন্মদিন উপলক্ষে চার্চে তার সাম্প্রতিক বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছেন।

চার্চে দেয়া ওই বক্তব্যে মাসি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অপমানজনক কথা বলার পাশাপাশি কিশোরী বয়সে খ্রিস্টধর্মে তার ধর্মান্তর নিয়ে কথা বলেন বলে বিরোধীদের অভিযোগ।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একটি ধর্মান্ধ নই। আমি একটি ধর্মীয় সহনশীল পরিবারে জন্ম নিয়েছি। আমাদের পরিবারে মুসলিম এবং খ্রিস্টান রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার দাদু একজন খ্রিস্টান। আমার বাবা ও মা মুসলিম এবং আমরা অন্যান্য মুসলিম ও খ্রিস্টান ভাইবোন এবং পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে বসবাস করছি।’

আদামাওয়ার উত্তর সিনেটরিয়াল জেলার প্রতিনিধিত্বকারী মাশি জানান, তিনি প্রথম ‘কাদোনা’ হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এ নির্বাচিত হন; যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল।

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতির ভয়াবহতা রাজনীতিবিদদের উপলব্ধি করা উচিৎ এবং বিষয়-ভিত্তিক প্রচারাভিযানে যথেষ্ট মনযোগী হতে হবে।’

এদিকে, মুসলিম হওয়ার কারণে বাবার সঙ্গে দুর্ব্যবহারে যে অভিযোগ ওঠেছে সে সম্পর্কে সাংবাদিকদের ব্যাখ্যা দেন মাসির বাবা আলহাজ গারবা টোম্বা।

সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজনীতিবিদদের আল্লাহর ভয় থাকা এবং বিপজ্জনক ব্ল্যাকমেইলের পরিবর্তে তাদের প্রচারের মধ্যে শালীনতা প্রদর্শন করা উচিৎ।’

তিনি আরো বলেন, ‘আমার মেয়ে এবং অন্যান্য ভাইবোনদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমরা একটি সুখী পরিবার হিসাবে একসঙ্গে বসবাস করছি।’ নাইজেরিয়া ভিত্তিক ডেইলি পোস্ট

 

captcha