IQNA

‘ধর্ম-ফ্যাশন একত্রে চলতে পারে, তবে হিজাবকে ফ্যাশনের সাথে তাল মিলাতে হবে’

23:59 - October 05, 2018
সংবাদ: 2606909
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের অন্যতম নারী ক্রীড়াবিদ মারিয়াম ফারিদ যিনি হিজাব পরিধান করেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। তিনি বলেন, কখনো তার মুসলিম পরিচয়ের সাথে আপস করবেন না তবে ধর্মীয় আবরণের সাথে কিছুটা ফ্যাশন যোগ করাটাকে তিনি মন্দ চোখে দেখেন না।

 উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করুন: চীনকে ইইউ পার্লামেন্ট
বার্তা সংস্থা ইকনা: ২০১৪ সালে যখন কাতার সর্বপ্রথম International Association of Athletics Federations (IAAF) এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। মারিয়াম IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার দেশকে বিজয়ী করতে যথেষ্ট ভূমিকা রেখেছিল এবং তিনি সবাইকে প্রতিশ্রুতি দেন যে, কোনো একদিন তার দেশেই IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন হবে।

২০১৪ সালের পর আসছে বছরে কাতার IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে আর মারিয়াম তার দেশের জন্য বিজয় ছিনিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। মারিয়াম ৪০০ মিটারের উচ্চ লাফে তার দেশের জন্য বিজয় নিয়ে আসতে চান।

তিনি বলেন, ‘শুরুতে আমি একটি লম্বা শার্টের উপর একটি খাটো শার্ট পরিধান করতাম কিন্তু এখন আমি আরো সহজ এবং আরামদায়ক পোশাক পরিধান করতে চেষ্টা করছি। হিজাব আমার গতিকে কমিয়ে দেয় না। যদিও মনে হয় হিজাবের কারণে আমি ধীর গতির হয়ে যাই কিন্তু এটি আমার জন্য খুবই আরামদায়ক মনে হয় এবং এটিই আমার পরিচয়। এর কারণে যাতে করো কোনো সমস্যা না হয়।’

হিজাবের কারণে তার গতির কোনো সমস্যা হয় না, এমনটি প্রমাণ করার জন্য তিনি ২০০০ সালের অলিম্পিকে ৪০০ মিটার উচ্চ লাফে জয়ী একজন নারী ক্রীড়াবিদের উদাহরণ দেন। ২০০০ সালে কেথি ফ্রিম্যান নামের অস্ট্রেলিয়ার ওই নারী ক্রীড়াবিদ পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করে ৪০০ মিটার উচ্চ লাফে বিজয়ী হয়েছিলেন।

তথাপি মারিয়াম চান হিজাবের সাথে ফ্যাশনের মিশেল ঘটাতে। তিনি তার হিজাবকে এমনভাবে তৈরি করতে চান যাতে করে তা একজন নারীর সৌন্দর্যের সাথে মানান সই হয়।

মারিয়াম বলেন, ‘আমি এমন একটি ব্যবসা শুরু করতে চাই যা তরুণ নারী জনগোষ্ঠীর জন্য একই সাথে উৎসাহমূলক হবে এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করবে। কেউই খেলাধুলাতে নারীদেরকে হিজাব পরিধান করতে উৎসাহ দিচ্ছে না আমি মনে করি আমার এই উদ্যোগ নারীদের জন্য সফলতার দ্বার খুলে দিবে।’

‘সম্প্রতি নাইকি আমাকে একটি হিজাব উপহার দিয়েছিল। কিন্তু যাই হোক না কেন, এটি দেখতে মোটেও সুন্দর ছিল না। আমরা চাই নাইকি এবং এডিডাসের মত ফ্যাশন হাউসগুলো আরো সুন্দর সুন্দর হিজাব ডিজাইন করবে।’

তাহলে আপনি কেমন হিজাব চান? মারিয়াম এই প্রশ্নের উত্তরে বলেন, ‘সুন্দর, যাতে আমাকে অসুন্দর না দেখায়। আমি যখন মাথায় হিজাব পরিধান করি তখন আমি খেয়াল রাখি যাতে করে এর কারণে আমাকে অসুন্দর না দেখায়। হিজাবকে অবশ্যই ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অবশ্যই ধর্ম এবং ফ্যাশন একসাথে চলতে পারে।’

মারিয়ামের সাত ভাই বোনের পাঁচ জনই ডাক্তার এবং তার ক্রীড়া অঙ্গনে আসার কারণে তিনি পরিবার থেকে সহযোগিতা পেয়েছেন বলেও জানান।

তিনি বলেন, ‘সকলেই কিন্তু আপনাকে খুশি দেখতে চাইবে না। অধিকাংশই চাইবে যাতে আপনি ব্যর্থ হন। আমি এভাবে বলতে চাইনি তবে আমি আমার নিজের জন্যই অনুপ্রেরণা হতে চাই। আমি অনুভব করি যা আমি করতে চাই তা আমি অবশ্যই করতে পারবো।’

এই তরুণ বয়সে কি তাকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস যোগায়?

মারিয়াম বলেন, ‘আমার চরিত্র। লোকজন যখন আমাকে বলে তুমি এটা করতে পারবে না, ওইটা তোমার দ্বারা হবে না এরকম কথা-বার্তাকে আমি গায়ে মাখি না।’

তবে মারিয়াম তার নিজের কিছু খুঁত রয়েছে বলেও জানান। তিনি বলেন, ‘আমার মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। এই একটি এই বয়সেই আমাকে প্রচুর জ্বালাতন করে। আমার প্রশিক্ষক আমাকে প্রায়শই বলেন, বড় কোনো কিছু জিততে হলে প্রচুর সময় দিতে হয়। আমি এ ব্যাপারে আশাবাদী যে, একদিন আমি বড় কোনো চ্যাম্পিয়নশিপে জয়ী হবো।’

মারিয়াম বলেন, পশ্চিমারা যেভাবে আরব বিশ্বকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে আসলে এটা সেরকম নয়।

‘পশ্চিমা বিশ্বের একটি গতানুগতিক ধারণা আছে যে, আমরা তেমন একটা খেলাধুলা করি না। আমরা নারীরা ঘরে বসে থাকি, বাহিরে যাওয়ার জন্য আমাদের কোনো অনুমতি নেই। এটি তাদের একটি ভুল ধারণা। ১৫-২০ বছর পূর্বেও আমাদের কোনো নারী দল ছিল না, আর এখন আমাদের একটি শক্তিশালী নারী খেলোয়াড়দের দল রয়েছে।’

মারিয়াম বলেন, IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজনের মাধ্যমে অনেকেরই ভুল ধারণা ভেঙ্গে যাবে।

‘আমরা আরব বিশ্ব, মুসলিম জনগণ এবং এই অঞ্চলের মানুষদের নিকটে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা এখন আর পিছিয়ে পড়াদের কাতারে নেই। অনেকেই কল্পনাও করতে পারেনি যে, কাতারের মত একটি ছোট দেশ IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে পারবে।’-মারিয়াম এমনটি বলেন। রেডিফ ডট কম।

captcha