IQNA

আল-নাহার স্যাটেলাইট নেটওয়ার্কের "ওহেদু মিনান নাসা" অনুষ্ঠানে;

অটিজমে আক্রান্ত কিশোরীর তিলাওয়াত শুনে প্রভাবিত হলেন পরিচালক

23:43 - December 06, 2018
সংবাদ: 2607464
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ১৪ বছরের কিশোরী "মারিয়াম" সম্প্রতি আল-নাহার স্যাটেলাইট নেটওয়ার্কের "ওহেদু মিনান নাসা" নামক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অটিজমে আক্রান্ত এই শিশু উক্ত অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেছেন। তার কুরআন তিলাওয়াত শুনে প্রভাবিত হয়ে অনুষ্ঠানের পরিচালক ক্রন্দন করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মিশরের দাকাহলিয়া প্রদেশের কিশোরী মারিয়াম আল-নাহার স্যাটেলাইট নেটওয়ার্কের "ওহেদু মিনান নাসা" নামক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমরুল লিছি।
আমরুল লিছি মিশরের এই কিশোরীর সম্পর্কে বলেন: এই দুনিয়ায় মারিয়াম কাউকে চেনেন না। এমনকি তিনি তারা পরিবার ও প্রতিবেশীদেরকেও চেনেন না। তিনি শুধুমাত্র পবিত্র কুরআনকে চেনেন।
তিনি বলেন: পবিত্র কুরআন ব্যতীত মারিয়াম কোন কিছুই চেনেন না, বোঝেন না এবং হেফজ করেন না। শৈশবকালে তিনি সর্ব প্রথম যে বাক্যটি বলেছিলেন সেটি পবিত্র কুরআন থেকে বলেছিলেন।
আমরুল লিছি আরও বলেন: অটিজমে আক্রান্ত মারিয়াম তাজবিদ সহকারে কুরআন হেফজ করেছেন। তিনি পবিত্র কুরআনের যে কোন আয়াতের একটি অংশ শুনলে পরের অংশ নিজে তিলাওয়াত করেনে। পবিত্র কুরআনের নিরাময় আয়াতসমূহও তিনি হেফজ করেছেন।
তিনি বলেন: মারিয়ামের কুরআন হেফজের শিক্ষক স্বয়ং তার পিতা। মারিয়াম একজন ব্যতিক্রমী হাফেজ, যিনি এভাবে কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে মারিয়াম কুরআন তিলাওয়াত করেন এবং তার কুরআন তিলাওয়াত শুনে অনুষ্ঠানের পরিচালক আমরুল লিছি প্রভাবিত হয়ে ক্রন্দন করেন।
অনুষ্ঠানের শেষ প্রান্তে পরিচালক আমরুল লিছি বলেন: আমরা সকলে মারিয়ামের পাশে থাকতে পছন্দ করি। আমরা সকলে তাকে সাহায্য করব। তিনি মিশরের শিক্ষা মন্ত্রী তারিক সুক্বির নিকি'র নিকট মারিয়ামকে সাহায্য প্রদান করার জন্য আহ্বান জানান। কেননা তিনি সকল প্রকার সাহায্য ও সমর্থনের জন্য যোগ্য।
iqna

অটিজমে আক্রান্ত কিশোরীর তিলাওয়াত শুনে প্রভাবিত হলেন পরিচালক

captcha