IQNA

"রাস আল-খাইমাহ" কুরআন প্রতিযোগিতায় ১৪২০ জন প্রতিযোগীর অংশগ্রহণ

23:15 - December 28, 2018
সংবাদ: 2607634
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতের রাস আল-খাইমাহ পুরস্কার কুরআনিক সায়েন্স ইন্সটিটিউট ঘোষণা করেছে, "রাস আল-খাইমাহ" ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৪২০ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: রাস আল-খাইমাহ পুরস্কার কুরআনিক সায়েন্স ইন্সটিটিউট ঘোষণা করেছে: "রাস আল-খাইমাহ" ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন পর্ব শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৪২০ জন প্রতিযোগী নিজেদের নাম নিবন্ধন করেছেন।
উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠান নারী ও পুরুষ প্রতিযোগীদের জন্য তৃতীয় জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্বের অনুষ্ঠান একাধারে ১২ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
আমিরাতের রাস আল-খাইমাহ পুরস্কার কুরআনিক সায়েন্স ইন্সটিটিউটের মহাসচিব আহমাদ ইব্রাহিম বিয়ান বলেন: "রাস আল-খাইমাহ" ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৬৮২ জন পুরুষ এবং ৭৩৮ জন নারী প্রতিনিধি নাম নিবন্ধন করেছেন।
রাস আল-খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি শহরের মধ্যে একটি শহর। এই শহরে আমিরাতের শাইখ তথা প্রভাবশালী ও অর্থবান ব্যক্তিরা বসবাস করে। এই শহরটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
iqna

 

captcha