IQNA

‘ইসলাম ও খ্রিষ্টান ধর্মের মধ্যে ব্যাপক সাদৃশ্য, খ্রিষ্টানরা আমাদের নিকটতম বন্ধু’

21:24 - April 29, 2019
সংবাদ: 2608443
আন্তর্জাতিক ডেস্ক: ঘানার শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য বিভিন্ন ধর্মের বৈচিত্র্য কে গ্রহণের করে নেয়ার আহ্বান জানিয়েছেন ঘানার ভাইস প্রেসিডেন্ট ড. মাহামুদু বাউয়ুমিয়া।

বার্তা সংস্থা ইকনা: বিশেষত তিনি ঘানার সবচেয়ে বড় দুই ধর্ম ইসলাম এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কে একে অন্যের ধর্ম সম্পর্কে সহমর্মিতা দেখানোর এবং একে অন্যকে গ্রহণ করে নেয়ার মানসিকতা তৈরী করার আহ্বান জানিয়েছেন। তিনি এসময় বিশ্বের অন্যতম এই দুই ধর্মের মধ্যকার সাদৃশ্য সমূহ তুলে ধরেন।

চলতি মাসের ২৩ তারিখ ঘানার জাতীয় ইমাম ড. ওসমান নুহু শারাবুতু এর ১০০ তম জন্মদিন উপলক্ষে ঘানার রাজধানী আক্রায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ড. মাহামুদু বাউয়ুমিয়া বলেন, ‘অনেক মানুষই জানে না যে মুসলিম এবং খ্রিষ্টানদের মধ্যে ফাটল ধরানোর যত উপাদান রয়েছে তার চাইতে বেশী উপাদান রয়েছে এ দু ধর্মের মানুষদের এক করার জন্য।’

তিনি বলেন, ‘আমরা একই সৃষ্টিকর্তার আরাধনা করি, একই আল্লাহর নিকট প্রার্থনা করি। তিনি একই ভাবে ইব্রাহীমের(আ:) সৃষ্টিকর্তা, ইসার(আ:) সৃষ্টিকর্তা, দাউদ(আ:) এর সৃষ্টিকর্তা। আমরা সবাই যিশুর কুমারী মায়ের কথা বিশ্বাস করি। আমরা মারিয়াম নামের এমন একজন নারীকে সম্মান করি যার নাম একমাত্র নারী হিসেবে পবিত্র কুরআনে বলা হয়েছে। এমনকি পবিত্র কুরআনে সুরা মারিয়াম নামে একটি সুরা রয়েছে।’

তিনি বলেন, ‘এমনকি নিউ টেস্টামেন্টে মারিয়ামের নাম যতবার এসেছে তার চাইতে বেশী এসেছে পবিত্র কুরআনে।’

ভাইস প্রেসিডেন্ট ড. মাহামুদু বাউয়ুমিয়া বলেন, ‘আমরা সকলেই যিশুর অলৌকিকতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর ইচ্ছায় অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে পারতেন। একজন মুসলিম হিসেবে আমরা খ্রিষ্টানদের মতই বিশ্বাস করি যে, কেয়ামতের পূর্বে যিশু পুনরায় আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। সুতরাং আমরা মুসলিম এবং খ্রিষ্টানরা একই ধরণের বিশ্বাস ভাগাভাগি করি।’

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের নবী মুহাম্মদ(সা:) বলেছেন, আমাদের মুসলিমদের জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের চাইতে খ্রিষ্টানরা আমাদের সবচাইতে নিকটতম বন্ধু। এভাবেই তিনি খ্রিষ্টানদের কে আমাদের সবচেয়ে নিকট তম বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।’

ধর্মের অব্যাখ্যার মাধ্যমে বিশ্বব্যাপী উগ্রতার বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট ড. মাহামুদু বাউয়ুমিয়া সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘ইসলাম এবং খ্রিষ্টানদের মধ্যে বৈরিতা তৈরী করার চাইতে আমাদেরকে এক করার অনেক উপাদান রয়েছে। কিন্তু আমরা এমন সন্ত্রাসীদের কে স্থান করে দেই যারা ধর্মের আবরণে আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়।’

তিনি বলেন, ‘ঘানার ধর্মীয় সহিষ্ণুতা দেখে বিভিন্ন দেশ থেকে আসা আমাদের সহকর্মী বৃন্দ অবাক হয়ে যান। তাদের প্রতি আমাদের উত্তর অতি সাধারণ: আমাদের এমন একজন জাতীয় ইমাম রয়েছেন যিনি খুবই বিজ্ঞ একই সাথে তিনি দয়ালু এবং আন্ত-ধর্মীয় শান্তিতে বিশ্বাসী।’

‘মুসলিম এবং খ্রিষ্টান হিসেবে আমরা যে স্বাধীনতা এবং শান্তি উপভোগ করি তা যেন কেউ কেড়ে না নেয়। এসমস্ত শুধুমাত্র আমাদের ইমাম শেইখ ড. ওসমান নুহু শারাবুতু এবং আমাদের খ্রিষ্টান নেতাদের প্রচেষ্টার ফলে অর্জিত হয়েছে।’ –শেষে ভাইস প্রেসিডেন্ট ড. মাহামুদু বাউয়ুমিয়া এসব কথা বলেন।  ঘানাওয়েব ডট কম।

captcha