IQNA

পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে বেদয়াত প্রচলনের অভিযোগ

22:52 - May 04, 2019
সংবাদ: 2608471
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে বেদয়াত প্রচলনের অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রক্ষণশীল খ্রিস্টান পুরোহিত, শিক্ষাবিদ এবং পণ্ডিতদের একটি গ্রুপ রোমের বিশপের কাউন্সিলে একটি খোলা চিঠিতে  ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে বেদয়াত প্ররোচনার অভিযোগ উত্থাপন করেছেন।
২০ পৃষ্ঠার এই চিঠিতে স্বাক্ষরকারীগণ বলেছেন: এই অভিযোগ পত্রে সম্প্রতি বছরগুলোয় পোপের কার্যক্রম এবং বক্তব্যসমূহ তুলে ধরা হয়েছে, যা ক্যাথলিক চার্চের ইতিহাসে সবচেয়ে খারাপ সংকট।
এই খোলা চিঠির ব্যাপারে বিশপ কাউন্সিলের মুখপাত্র এখনোও কোন প্রতিক্রিয়ায় জানায়নি।
এই চিঠির এক স্বাক্ষরকারী ৭০ বছরের ব্রিটিশ যাজক ইডেন নিকোলস। তিনি এপর্যন্ত বেশ কয়েক খণ্ড বই রচনা করেছেন এবং ইংরেজি ভাষাভাষী দেশগুলির মধ্যে বিখ্যাত খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে একজন।  iqna



captcha