IQNA

চীনের মুসলমানদের ঘিরে সৃষ্ট সংকট সমাধানযোগ্য: এর্দোগান

6:57 - July 06, 2019
সংবাদ: 2608842
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তাইয়্যেব এর্দোগান তার চীন সফর শেষে এদেশের সংখ্যালঘু মুসলমানদেরকে ঘিরে সৃষ্ট সংকট সমাধানযোগ্য বলে মতামত ব্যক্ত করেছেন।

আল-জাজিরার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর এর্দোগান জানিয়েছেন, উভয় পক্ষের দাবী মাথায় রেখে চীনের সিন কিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের সংকট সমাধানযোগ্য।

যারা এ ইস্যুতে দু’দেশের মাঝে টানাপোড়ন সৃষ্টি করতে চায় তাদেরকে সতর্ক করে দেন তিনি।

এর্দোগান ঘোষণা করেছেন সিন কিয়াং অঞ্চলের সংখ্যালঘু মুসলমানরা কোন সমস্যা ছাড়াই জীবন-যাপন করছে বলে এর্দোগান ঘোষণা দিয়েছেন বলে চীনা গণমাধ্যম দাবী করলেও তিনি তুরস্কের গণমাধ্যমের সামনে কথা বলার সময় এমন কিছু বলেননি।

আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে, চীনের সিন কিয়াং প্রদেশে ১০ লক্ষাধিক সংখ্যালঘু মুসলিম পুলিশের ব্যাপক নজরদারীতে মানবেতর অবস্থায় জীবন-যাপন করছে।

অপরদিকে চীন, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে বাধ্যতামূলক কাজ করানোর বিষয়ে উত্থাপিত অভিযোগের নিন্দা জানিয়ে এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।#3824554

 

captcha