IQNA

বিদেশি সেনাদের কারণেই মধ্যপ্রাচ্যে যত উত্তেজনা: ইরানের প্রেসিডেন্ট

22:05 - July 28, 2019
সংবাদ: 2608979
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতি এখানকার নিরাপত্তায় কোন কাজেতো আসছেই না বরং তা উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আজ (রোববার) ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রুহানি বলেন, হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব মূলত ইরান ও ওমানের। ইরান সব সময় ওমান সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য নিরাপদ রাখার চেষ্টা করছে।

রুহানি বলেন, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াকে পুনর্গঠন, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন, ইয়েমেনে নিরপরাধ মানুষ হত্যা বন্ধের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরাইলি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, ফিলিস্তিনিদেরকে হত্যা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং ডিল অব দ্যা সেঞ্চুরির আওতায় ভয়াবহ পরিকল্পনা সত্যিই সবার জন্য উদ্বেগজনক।

জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেল ট্যাংকার আটকের ব্রিটিশ পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা অন্যায় ও বেআইনি পদক্ষেপ নিয়েছে, ইরান জাহাজ চলাচলের আইন অমান্য করাকে মেনে নেবে না। এসময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে বর্তমানে কৃত্রিম কিছু সংকট তৈরি করে রাখা হয়েছে। ইরানকে বাদ দিয়ে এ অঞ্চলে স্থায়ী ও প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তিনি জানান।  iqna

captcha