IQNA

মসুলে দায়েশের ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

20:40 - September 25, 2019
সংবাদ: 2609297
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের মসুল শহরে দায়েশ ক্লিয়ারিং অপারেশনের সময় ৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়াদ মায়ান গতকাল ঘোষণা করেছে: ইরাকের নিরাপত্তা বাহিনী মসুল শহরে ক্লিয়ারিং অপারেশনের সময় ৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
মুখপাত্র আরও বলেছেন: এসকল সন্ত্রাসীদের মসুল শহরের পশ্চিমাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা পূর্বে ইরাকের সামরিক গোয়েন্দারা এই শহরে থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে তথা আইএসের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য যে, বিগত কয়েক সপ্তাহ যাবত ইরাকের কিছু এলাকায় দায়েশের ঘুমন্ত কোষগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অপর দিক থেকে আসন্ন আরবাইন উপলক্ষে ইরাক জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবশ্য ইরাকে সন্ত্রাসী ক্লিয়ারিং অপারেশন অনেক আগে থেকেই শুরু হয়েছে। iqna

 

captcha