IQNA

নিউ ইয়র্কে ইহুদি যাজকের বাড়িতে হামলা

21:48 - December 30, 2019
সংবাদ: 2609935
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইহুদি যাজককের(রাব্বি) বাড়িতে চাপাতি হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার নগরীর উত্তরাঞ্চলীয় মনসের ফরশে রোডের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সেখানে হামলা চালানো হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পুলিশ জানিয়েছে, হামলাকারী তৎক্ষণাৎ পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

নিউ ইয়র্ক থেকে ৪৮ কিলোমিটার উত্তরে মনসে ইহুদি ধর্মযাজকের বাড়িতে হনুক্কা উৎসব চলছিল তখন। চাপাতি দিয়ে হামলা চালানো হয়। হামলার সময় বাড়িটিতে অনেক মানুষ ছিল। হামলাকারী দরজা দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে আক্রমণ শুরু করে। তাদের প্রতিহত করার মতো সময় আমরা পাইনি।

যুক্তরাষ্ট্রের অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (ওজেপিএসি) এক টুইট বার্তায় লিখেছে, আহতদের একজনকে অন্তত ছয়টি আঘাত করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন পুলিশ এই হামলার কারণটি অনুসন্ধান করতে ঘটনাস্থল ও তার আশেপাশের স্থান তল্লাশি করছে। পুলিশ এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেনি।  iqna

 

captcha