IQNA

১৩ই মহররম পর্যন্ত কারবালায় প্রবেশ নিষেধ

0:04 - August 24, 2020
সংবাদ: 2611372
তেহরান (ইকনা): কারবালার পুলিশ এই শহরের স্থানীয় বাসিন্দা ব্যতীত অন্য সকলকে ১৩ই মহররম পর্যন্ত কারবালায় প্রবেশ করতে নিষেধ করেছে।

কারবালার পুলিশ কমান্ডের মুখপাত্র “আলা আল-গানামী” বলেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দরুন পবিত্র আশুরায় কারবালায় জনসমাগম কমাতে আগামী ১৩ই মহররম পর্যন্ত এই শহরের স্থানীয় বাসিন্দা ব্যতীত কাউকে এই শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।

আল-গানামী বলেন: করোনার ভাইরাসের বিস্তার রোধ করতে এবং আশুরায় জিয়ারতকারীদের জনসমাগম হ্রাস করে কারবালা পুলিশ ১৩ই মহররম পর্যন্ত এই শহর ব্যতীত অন্য নাগরিকদের কারবালায় প্রবেশ করতে দেবে না।

গতকাল পর্যন্ত ইরাকে করোনার আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে। iqna

captcha