IQNA

অলে সৌদির সমালোচনাকারী যেসকল তরুণরা মৃত্যুদণ্ডের সারিতে রয়েছে + ছবি

23:48 - December 20, 2015
সংবাদ: 3467519
আন্তর্জাতিক ডেস্ক: আলে সৌদির বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণের কারণে একটি কিশোরের সহ বেশ কয়েক জন তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব।

বার্তা সংস্থা ইকনা: সৌদি রাজধানীতে শাসকদের বিরোধী বিক্ষোভে উপস্থিতি হওয়ার কারণে "আব্দুল্লাহ যাহের" মৃত্যুদণ্ড দেয়ার পরিকল্পনা করেছে।
আব্দুল্লাহ যাহের ১৫ বছর থেকে আলে সৌদির বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে তার বসয় ১৯ বছর এবং যে সকল তরুণরা অলে সৌদির আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছে তাদের মধ্যে আব্দুল্লাহ যাহের সর্ব কনিষ্ঠ তরুণ।


আব্দুল্লাহর পরিবার জানিয়েছে, আব্দুল্লাহর বয়স যখন ১৫ বছর তখন তাকে সৌদি সরকার আটক করে আর এখন ১৯ বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জালিম রাজতন্ত্রী সৌদি সরকার।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আব্দুল্লাহ যাহেরকে নির্জন কারাবাস রাখা হয়েছে এবং যেকোনো সময়ে সৌদি ক্ষমতাসীনরা এই তরুণের মাথা কেটে হত্যা করবে।
আব্দুল্লাহ পিতা মাতা তাদের সন্তানের মুক্তির জন্য সকল প্রকার চেষ্টা চালিয়েছে। কিন্তু সেদেশের শাসকের সাথে লড়াই করে তারা সফল হতে পারেনি।
নির্যাতন করে এবং জোরপূর্বক প্রতিবাদকারীর স্বীকারোক্তি গ্রহণ
মুলতবির এক মুখপাত্র জানিয়েছেন: আলে সৌদির বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণের কারণে ২০১২ সালে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং কারাগারে বন্দি থাকা অবস্থায় পুলিশ তাকে মারধর ও নির্যাতন করেছে।
আব্দুল্লাহর পরিবার ও উকিল ধারণা করেছে, তার ওপর অত্যাচার করে জোরপূর্বকভাবে স্বীকারোক্তি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও দাউদ আল মারহুন নামের অপর এক যুবকও মৃত্যুদণ্ডের সারিতে রয়েছে।


সৌদি মিডিয়া কয়েক সপ্তাহ পূর্বে প্রায় ৫২জনের শিরশ্ছেদ করবে বলে ঘোষণা দিয়েছে। যারমধ্যে তিনজন তরুণ তথা আব্দুল্লাহ যাহের, দাউদ আল মারহুন এবং আলী মুহাম্মাদ আল নোমারেরও নাম রয়েছে।
বলাবাহুল্য, সৌদি আরবের বিশিষ্ট শিয়া নেতা ‘শেখ নোমার বাকের আল নোমার’ এবং তার পরিবারের বেশ কয়েক জন সদস্যকে শিরশ্ছেদ করবে বলে ঘোষণা করেছে সৌদি শাসক। আলে সৌদির সমালোচনা করার অভিযোগে এ সকল নিরীহ ব্যক্তিকে হত্যা করা হবে।
এছাড়াও সৌদি মিডিয়ায় প্রচার হয়েছে, অতি শীঘ্রই ‘শেখ নোমার বাকের আল নোমারে’র ভাতিজার মৃত্যুদণ্ড কার্যকর হবে।
3465640

captcha