IQNA

আজ রাতে;

ইসরাইলের হামলার প্রতিবাদে বক্তৃতা পেশ করবেন হাসান নাসরুল্লাহ

22:53 - December 21, 2015
সংবাদ: 3467972
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উচ্চপদস্থ কমান্ডার সামির কান্তারের শাহাদাত উপলক্ষে আজ (২১শে ডিসেম্বর) বক্তৃতা পেশ করবেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের আঞ্চলিক ও আন্তর্জাতিক টিভি চ্যানেলে স্থানীয় সময় ২০:৩০টায়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বক্তৃতা সম্প্রচার করা হবে।
২৯ বছর আটক থাকার পর ২০০৮ সালে ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে মুক্তি পান কান্তার। হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে বন্দি বিনিময়ের আওতায় কান্তারকে মুক্তি দেয়া হয়েছিল।
শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জারামানা শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। হামলায় সামির কান্তার ছাড়া আরো অন্তত দুই ব্যক্তি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে।
3467633

captcha