IQNA

সর্বোচ্চ নেতা:

এই উজ্জ্বল বিজয় ইরানি জাতির জন্য অত্যন্ত মধুর

20:49 - September 20, 2021
সংবাদ: 3470697
তেহরান (ইকনা): ২০২১ সালের পুরুষ ভলিবল বিভাগের চ্যাম্পিয়নশিপে জাপানকে হারিয়ে শিরোপা জয় করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (রোববার) জাপানের শিবা পোর্ট অ্যারেনাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরান জাপানি দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে।
খেলায় ইরানি দল অত্যন্ত আক্রমণাত্মক ভূমিকায় নামে এবং ইরানি খেলোয়াড়দের মুহুর্মুহু চাপ সৃষ্টির কারণে জাপান অনেকটা আত্মরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হয়।
 
প্রথম সেটে ইরান ২৭-২৫ পয়েন্টে জয়লাভ করে। দ্বিতীয় সেটেও প্রচণ্ড শক্তিমত্তা প্রদর্শন করে ইরানি দল ২৫-২২ পয়েন্টে বিজয় লাভ করে। সফরকারী ইরানি দল ম্যাচে তাদের দক্ষতা অব্যাহত রাখে। তবে জাপানও কঠোর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু স্বাগতিকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইরানি দল ৩১-২৯ পয়েন্টে চূড়ান্ত সেট জিতে নেয়।
 
এদিকে এই বিজয় উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) বাণী প্রদান করেছেন। 
সর্বোচ্চ নেতার বাণীটি নীচে তুলে ধরা হল: 
বিসমিহি তা’য়ালা
জাতীয় ভলিবল দলের উজ্জ্বল বিজয় ইরানি জাতির জন্য অত্যন্ত মধুর। সকল খেলোয়াড় এবং ইরানি কোচকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 
সাইয়্যেদ আলী খামেনেয়ী
২০শে সেপ্টেম্বর, ২০২১

 

captcha