IQNA

সৌদি আরবে জায়নবাদী রাব্বি নিয়োগ

0:02 - November 13, 2021
সংবাদ: 3470967
তেহরান (ইকনা): জ্যাকব হারজোগ জায়নবাদী বিশিষ্ট রাব্বিদের একজন। সম্প্রতি সৌদি আরবে জায়নবাদী ইহুদিদের রাবি হিসাবে নিযুক্ত হয়েছে।

ইসরাইলের টুইটার ব্যবহারকারী মোরান টি ইয়াকুব হারজোগকে সৌদি আরবে ইহুদি রাব্বি হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছে৷
 
টুইটারে মোরান টি জেরুজালেম থেকে পোষ্ট করা সৌদি আরবে জায়নবাদী ইহুদিদের রাব্বি হিসাবে হারজোগের নিয়োগের একটি ছবি পোস্ট করেছে। 
 
এটি ইঙ্গিত দেয় যে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে যেমন ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠানের অনুমতি রয়েছে, ঠিক তেমনই সৌদি আরবেও ইহুদিদের ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুমতি থাকবে। হার্জগ পূর্বে ঘোষণা করেছিল যে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবে।
 
সৌদি আরবের এই পদক্ষেপের মাধ্যমে সেদেশে ইহুদি সংখ্যালঘুদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং মোহাম্মদ বিন সালমানের সরাসরি তত্ত্বাবধানে সৌদি-জায়নবাদী সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার করবে। শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত, 
বাহরাইন এবং সুদানের মতো আরব দেশের সাথে ইহুদিবাদী ইসরাইলের আরও একটি সম্পর্ক প্রকাশ্যে আসতে চলেছে৷ iqna
 

 

captcha